লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে করোনায় একজন আক্রান্ত হলেও ভ্রক্ষেপ নেই মানুষের। সরকারি নির্দেশনা অমান্য করে অনেক মানুষ রাস্তায় ও হাট বাজারে ঘরে বেড়াচ্ছেন।
জেলা প্রশাসন থেকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষনা করলেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে ইসলামপুর পৌর শহরের ভেঙ্গুরা মোড়,গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার, গুঠাইল বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে । এতে করে হাট-বাজার গুলোতে মানুষের ভীড় জমতে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে রোববার অভিযানে নামেন প্রশাসন । অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়া।
এ সময় প্রতিটি নাগরিককে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘর হতে বাইরে না বের হওয়া অহেতুক রাস্তাঘাটে জমায়েত না হওয়াসহ সরকারি বিধি নিষেধ মেনে চলতে সকলকে অনুরোধ জানিয়ে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশে মাইকিং করেন তিনি।
অভিযানের সময় গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক,খোরশেদ আলম উপস্থিত ছিলেন।