কুড়িগ্রামে ১০টাকা কেজি চাউল বিতরণে কাজ করছে আনসার ও ভিডিপি

S M Ashraful Azom
কুড়িগ্রামে ১০টাকা কেজি চাউল বিতরণে কাজ করছে আনসার ও ভিডিপি

গোলাম মোস্তফা রাঙ্গা: ০৯ এপ্রিল হতে কুড়িগ্রাম জেলার ১০টি পয়েন্টে বিশেষ ওএমএস বিক্রয় কেন্দ্রে মানুষের মাঝে করোনা (কোভিট-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ২০জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

তারা সপ্তাহে তিনদিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা হতে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উক্ত দায়িত্ব পালন করবেন। এছাড়াও ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের জনসচেতনা বৃদ্ধিতে কাজ করছেন ব্যাটালিয়ন আনসারগণ।

অপরদিকে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়সমূহের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ সাধারণ মানুষের মাঝে করোনা (কোভিট-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ইতোপূর্বে মাস্ক ও প্রচারণাপত্র বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন।

বর্তমান জেলার প্রত্যান্ত অঞ্চলে বিদেশ হতে আগত ব্যক্তিদের কোয়ারান্টাইন নিশ্চিতকরণসহ ত্রাণ বিতরণে সার্বিকভাবে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে সহযোগীতা করছে ।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম জানান, ‘‘দেশের যে কোন দুর্যোগে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ তৃর্ণমূল পর্যায়ে কাজ করে থাকেন’’। তার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা দপ্তরসমূহের সাথে সমন্বয়কারী হিসেবে কাজ করছেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ টিটুল মিয়া।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top