দেলদুয়ারের ইউনিয়নগুলোর ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করবে আ’লীগ

S M Ashraful Azom
দেলদুয়ারের ইউনিয়নগুলোর ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করবে আ’লীগ

সেবা ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ত্রাণ কমিটি গঠন এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জানা যায়, প্রশাসনের সঙ্গে মিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে সারাদেশে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। এ কমিটি প্রকৃত দুর্দশাগ্রস্তদের চিহ্নিত করে তালিকা তৈরি করবে। ত্রাণ কমিটি ত্রাণ বিতরণের জন্য স্বেচ্ছাসেবক সরবরাহ করবে। আর কমিটি যে তালিকা দেবে, প্রশাসন তা যাচাই করবে। দলমত নির্বিশেষে যেন ত্রাণ প্রাপ্যদের কেউ বাদ না যায় । কমিটির নির্দেশে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেবে।

উপজেলা আওয়ামীলিগ সভপতি মো: ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লায়ন এস শিবলী সাদিকের পরিচালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহনানুল ইসলাম টিটু ।

এ ছাড়া ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, ওযার্ড, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।

এসময় করোনা পরিস্থিতি নিয়ৈ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন সংসদ আহনানুল ইসলাম টিটু ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top