জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ আলেয়া আজম কলেজের শরিরচর্চা শিক্ষক শফিকুল ইসলাম আলম ওরফে আলম রেফারির ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
১৭ এপ্রিল বিকেলে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫শতাধিক অটোরিক্সা চালক, হোটেল শ্রমিক ও কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
কুলিয়া ইউপির সাবেক মেম্বার আশুতোষ অধিকারী, জিন্নাহ হক, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান মিন্টু, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রবিন, হাসিম উদ্দিন হাসুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, আলু, পেয়াজ ও তেল। এ ছাড়াও রেফারি আলম টনকিবাজারের বিভিন্ন পয়েন্টে সেনিটাইজার ব্যবস্থা, করোনা সচেতনতামূলক প্রচার মাইক, মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন।