সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসে মালদ্বীপের পর এবার বন্ধু রাষ্ট্র ভুটানের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি ওষুধ সহায়তা পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ এপ্রিল বৃহম্পতিবার এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, দুইটি চালানের মাধ্যমে এই চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। ইতোমধ্যে প্রথম চালান ঢাকা থেকে থিম্পুর উদ্দেশে রওনা পাঠানো হয়েছে। চালানটিতে রয়েছে ১০ লাখ ইউনিটের মাল্টি-ভিটামিন এবং ৫ লাখ ইউনিটের ভিটামিন সি (সিভিট) ট্যাবলেট।
দ্বিতীয় চালান আগামী ১৯ এপ্রিল থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
জানা গেছে, করোনা মোকাবেলায় গঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেয়া হচ্ছে। মূলত দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার উদ্দেশে ভুটানের নাগরিকদের জন্য এগুলো প্রধানমন্ত্রীর উপহার।
এর আগে সম্প্রতি করোনা প্রতিরোধে বাংলাদেশের সাহায্য চেয়ে বার্তা পাঠায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।