কাজিপুরে করোনা সন্দেহে ডাক্তারসহ ছয় জনের নমুনা সংগ্রহ

S M Ashraful Azom
কাজিপুরে করোনা সন্দেহে ডাক্তারসহ ছয় জনের নমুনা সংগ্রহ

কাজিপুর প্রতিনিধি:  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় করোনা সন্দেহে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ ঢাকা, নারায়নগঞ্জ এবং তাবলীগ জামাত থেকে আসা পাঁচজনের নমুনা সংগ্রহ করে শনিবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।

এর মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ডাক্তার করোনা শুরু থেকেই রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন। অন্যদের মধ্যে দুই জনের বাড়ি চালিতাডাঙ্গা  ইউনিয়নের চালিতাডাঙ্গা ও বরশীভাঙ্গা গ্রামে। আর একজন করে রয়েছে সোনামুখী ইউনিয়নের পরানপুর, কাজিপুর ইউনিয়নের পলাশপুর, এবং গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামের।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আমিনুর রহমান জানান, “ আমাদের একজন ডাক্তারের সর্দিজ্বর দেখা দেয়ায় অন্যদের সাথে তার নমুনাও পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছি।” তিনি আরও জানান, আগের পাঠানো সাতজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top