কাজিপুরে করোনা তহবিল এবং ট্রাস্টে অনুদান দিলেন চালকল ব্যবসায়ী

S M Ashraful Azom

কাজিপুরে করোনা তহবিল এবং ট্রাস্টে অনুদান দিলেন চালকল ব্যবসায়ী
কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে সিরাজগঞ্জ জেলার কাজিপুরে  “শহিদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্ট” এবং ইউএনও’র গঠিত “করোনা তহবিলে” অনুদান দিলেন কাজিপুরের চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

রবিবার বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এবং উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর নিকট তিনি অনুদানের অর্থ প্রদান করেন।

 কাজিপুর চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, ‘ কাজিপুরের জনগণের জন্যে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান রাতদিন কাজ করে যাচ্ছেন। এলাকার গরিব দুস্থদের মাঝে ত্রাণ দেবার জন্যে তারা তহবিল গঠন করেছেন জেনে এই অর্থ প্রদান করলাম।”

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘ বেশ সাড়া পেয়েছি। করোনায় কর্মহীন মানুষের জন্যে এই অর্থ ব্যয় করা হবে।

অন্যদিকে শহিদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্টের সভাপতি খলিলুর রহমান সিরাজী জানান, ‘ এই ট্রাস্টেও অনেকেই সহায়তা পাঠাচ্ছেন। সরকারি বেসরকারি সব পর্যায় থেকেই মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রচেষ্টা। ”


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top