সেবা ডেস্ক: দেশের শতকরা ৭৮ ভাগ পোশাক শ্রমিকের বেতন দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক। এ সংখ্যা ১৬ এপ্রিল ৮০ভাগ হতে পারে বলেও জানান তিনি। বাকি ২০ ভাগের বেতনও ২০ এপ্রিলের মধ্যে দেয়ার চেষ্টা চলছে।
বুধবার এক অডিও বার্তায় এ কথা বলেন তিনি।
অডিও বার্তায় রুবানা হক বলেন, এ পর্যন্ত ২৪ লাখ ৭২হাজার শ্রমিকের মধ্যে ১৯ লাখ ১৯ হাজার ৬০০ শ্রমিকের বেতন দেয়া হয়েছে। আগামীকালও (১৬এপ্রিল) কিছু শ্রমিকদের বেতন দেয়া হবে।
অডিও বার্তায় তিনি আরো বলেন, রাস্তায় যারা নেমেছেন (শ্রমিকরা) অনেকেই বিজিএমইএ সদস্যভুক্ত কোম্পানির শ্রমিক না।
তিনি বলেন, শ্রমিকরা যখন বেতনের জন্য মাঠে নামে, তখন তারা কার সদস্য, বিজিএমই, বিকেএমইএ না দর্জি সমিতির- তা দেখার উপায় নেই। তাই আমাদের দায়বদ্ধতা থেকে সমস্ত ব্যাংকের কাছে বেতন দেয়ার সুবিধার্থে প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন করেছি। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে দিচ্ছে।
এ সঙ্কট মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংক ও গণমাধ্যমকর্মীদের সহায়তা চান বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।