বকশীগঞ্জে আগুনে পুড়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

S M Ashraful Azom
বকশীগঞ্জে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠা পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার উপরে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নুরগঞ্জ বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে নালু মিয়ার মুদি দোকান, নুরু মিয়ার মুদি দোকান, সাইফুল ইসলামের মুদি দোকান, সাহাজাহানের কাপড়ের দোকান, লিমনের ঔষুধের দোকান, বিপুলের কিটনাশকের দোকান ও আলমাসের ওর্য়াকশপসহ আরও ৫টি দোকান পুড়ে ভস্মিভুত হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টার দিকে প্রথমে নালু মিয়ার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top