সেবা ডেস্ক: সিঙ্গাপুরে নতুন করে আরো ৯৪২ জন প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৭০ জনই বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে মোট দুই হাজার ৬০০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৯২ জন। আর সুস্থ হয়েছেন ৭৪০ জন।
শনিবার আক্রান্তদের বেশীরভাগই ওয়ার্ক পাশ হোল্ডার। এর মধ্যে ৮৯৩ জন ডরমিটরিতে অবস্থান করত এবং ২৭ জন ডরমিটরির বাহিরে বাস করত। ১৪ জন স্থানীয় নাগরিক।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পরে। এরপর থেকে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।