সেবা ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমন রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনায় কঠোর অবস্থান নিয়েছে সারাদেশের উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার জানাযা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে সকল প্রস্তুতি রেখেছে ইসলামি ফাউন্ডেশন বকশীগঞ্জ শাখা।
বকশীগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাওলানা এনায়েত উল্লাহ নেতৃত্বে কামালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক, দারুল এহসানের শিক্ষক আব্দুর রশীদ, নিলিক্ষয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস, মসজিদে নুরের মোয়াজ্জিম মিজানুর রহমান কে নিয়ে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে না এসে জানাযা ও দাফন সম্পন্ন করার প্রক্রিয়া সংক্রান্ত সব প্রশিক্ষণ দেওয়া হয়েছে।