খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০কেজি চালসহ বিএনপি’র নেতা আটক

S M Ashraful Azom
খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০কেজি চালসহ বিএনপি’র নেতা আটক

সেবা ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউনিয়নের বিএনপি নেতা ও চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেফতার করেছে শিবগঞ্জ পুলিশ।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান। শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায়

গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালান। তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল পাওয়া যায়। চালগুলো জব্দ ও তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে পুলিশ আরও চাল উদ্ধার অভিযানে নামে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top