মাহবুব জিলানী, বিশেষ প্রতিনিধি: ঢাকা সাভারে তিনটি বাড়ির ৩ মাসের ভাড়া মওকুফ ৫শত পরিবারকে ৫ কেজি করে চাউল দিলেন বকশীগঞ্জের গর্বিত সন্তান প্রবাসি মাসুম।
বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীর পাড়া গ্রামের কৃতি সন্তান গরীব দুঃখী, মেহনতী মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জনতার মাঝে সবসময় পাশে ছিলেন এমনকি বিভিন্ন মসজিদ মাদ্রাসা, ইসলামিক সভা ও ক্লাসগুলোতে তাঁর দানের হাত প্রসারিত করে আসছেন।
পৃথিবী যখন বৈশ্বিক করোনা ভাইরাসের কবলে পড়ে দিশেহারা যার প্রভাব বাংলাদেশের উপর বিদ্যমান তখন মানবতার দেওয়াল স্থাপনস্বরুপ হিসেবে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে স্ব ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণের ঘোষণা দেন।
এছাড়াও রাজধানীর বুকে সাভারে তিনটি ফ্লাট বাসার সকল ভাড়াটিয়ার তিন মাসের বাসাভাড়া বাবধ মওকূফ করেন।
আজ প্রাথমিকভাবে এক শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণের কার্যক্রম চালু করেন।
উক্ত বিতরন কর্মসূচিতে তিনি সবার কাছে নিজ এবং পরিবারের সুস্বাস্থ্য ও দোয়া কামনা করেছেন।