মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ সোমবার ৯ মার্চ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে বেগুন উৎপাদনকারী দলের মাসিক সেশন এর আয়োজন করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলা,ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন। জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে বেগুন উৎপাদনকারী দলে শাক-সবজির রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থা বিষয়ে সেশন করা হয়।
উক্ত সেশনে সভাপতি মোঃ বদিউজ্জামান এর সভাপতিত্বে সেশনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
সভাপতি উপস্থিত সদস্যদের সময় মতো উপস্থিত হয়ে প্রকল্পের নিয়ম মানার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উক্ত সেশনে উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত কমিউনিটি ফ্যাসিলিটেটর(সিএফ) মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ), সিএনপি মোছাঃ শরিফা খাতুন, পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন।
সিএফ ফরিদ উপস্থিত সদস্যদের মাঝে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
উক্ত সেশনে আরও উপস্থিত ছিলেন জোয়ানেরচর মুন্সি পাড়া বেগুন উৎপাদনকারী দলের ক্যাশিয়ার আজেদা বেগম সহ সকল সদস্য গণ।
সিএফ ফরিদ পুরো সেশনে শাক-সবজির রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থা বিষয়ে আলোচনা করেন।
যেমন,
★ রোগবালাই কি?
★ কিভাবে রোগবালাই করা যায়?
★ কিভাবে পোকামাকড় দমন করা যায়?
আলোচনা, পর্যালোচনার ও উপস্থাপনার মাধ্যমে উক্ত সেশন পরিচালনা করা হয়।
এরপর জোয়ানেরচর মুন্সি পাড়া বেগুন উৎপাদনকারী দলের সভাপতি মোঃ বদিউজ্জামান ভাইয়ের লালশাক ও ঢেঁড়স এর প্লট পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, সিএনপি মোছাঃ শরিফা খাতুন, পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন।
পরিদর্শন কালে বিভিন্ন দিকনির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়।
মোঃ বদিউজ্জামান এর নিকট শাকসবজি চাষের কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি সাহেবের দিকনির্দেশনা অনুযায়ী, তার পরামর্শ ক্রমে লালশাক, পুইশাক, ঢেঁড়স, শিম ও বিভিন্ন ধরনের শাকসবজি আলাদা আলাদা প্লটের মাধ্যমে করেছি।যার ফলস্বরূপ এবছর বাম্পার ফলন পাচ্ছি এবং অনেক লাভবান হচ্ছি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।