ধুনটে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

S M Ashraful Azom
0
ধুনটে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
রফিকুল আলম, ধুনট (বগুড়া): ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে পুর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নের আনবে গতি’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপন ও দুর্গতদের উদ্ধার তৎপরতার মহড়া প্রদর্শন করে।

পরে ধুনট উপজেলা পরিদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিসেন্স কর্মকর্তা আতাউর রহমান, ষ্টেশন লিডার শামীম রেজা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top