শফিকুল ইসলাম: ১০ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ‘দুর্যোগের ঝুঁকিহ্রাসে পুর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’ এই প্রতিপাদ্যের বিষয়ের উপর উপজেলা প্রশাসনের আয়োজনে রিকল ২০২১ প্রকল্প গণউন্নয়ন কেন্দ্রের সহযোগতায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, সিএসডিকে নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টার, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্প সমন্বয়কারি মুনীর হোসেন, আরডিআরএস সমন্বয়কারী মিজানুর রহমান, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার নজরুল ইসলাম, রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জীবন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, খন্দকার সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান প্রমুখ।
অপরদিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি আলোচনা সভা শেষে দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের আগামী ১৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় শতবর্ষপুর্তি ও শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় যথাযথ মর্যাদায় দিবসগুলি পালনে কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সকল ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।