গাইবান্ধা জেলা প্রতিনিধি: জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ১০ মার্চ মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে স্থানীয় সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রদর্শন করেন।
এছাড়া শিশু একাডেমিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাদ্রাসা চত্বরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবনু নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইদ্রিস আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানের শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে জেলার অন্যান্য উপজেলা গুলোতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবিটি গোবিন্দগঞ্চ উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কর্মসূচী পালনকালে তোলা ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।