কুড়িগ্রাম প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রাম পৌরসভাকে প্রাথমিকভাবে বাল্য বিয়ে মুক্ত এলাকা ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী। এ সময় পৌর মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সহকারী শিক্ষক মো: মোশারফ হোসেন, আরডিআরএস বাংলাদেশের কো-অর্ডিনেটর মো: আব্দুল মমিন হোসেন, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা প্রমুখ।
অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কিশোর-কিশোরী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন। পরে কিশোর-কিশোরী ও অবিভাবকদের বাল্য বিয়ে রোধে শপথ পাঠ করানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।