সড়ক দুর্ঘটনায় নিহত মহিজ উদ্দিন |
শফিকুল ইসলাম: রৌমারীতে সড়ক দূর্ঘটনায় মহিজ উদ্দিন (৫৫) নামে ১জন নিহত হয়েছে। সোমবার দুপুরের দিকে রৌমারী কাঁঠালবাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। সে ইজলামারী গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, রৌমারী উপজেলার ইজলামারী গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে মহিজ উদ্দিন ডিসি রাস্তায় দাড়িয়ে ছিল। এসময় একটি মটর সাইকেলে ২জন আরোহী নিয়ে কর্তিমারী থেকে রৌমারী আসার পথে কাঁঠালবাড়ী নামক স্থানে মহিজ উদ্দিন শরীরের উপরে তুলে দেয়।
এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার অবস্থা বেগতির দেখলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোগীর স্বজনরা রংপুর নেওয়ার প্রস্তুতির আগেই তার মৃত্যু ঘটে।
এব্যাপারে কর্মরত চিকিৎসক ডা.অনুপ কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রাথমিক চিকিৎসার পর রোগীর অবস্থা গুরুতর দেখে তাৎক্ষণিক ভাবে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফাড করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।