কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে আব্দুল খালেক (৬২) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে র্যাব-১২। সে উপজেলার সোনামুখীর ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের মৃত দিলবর আলী পুত্র।
এ ব্যাপারে তার বিরুদ্ধে ওইদিন রাতে র্যাব মাদকদ্রব্য আইনে মামলা করেছে।
মামলাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র্যাব ১২’র একটি দল সোনামুখী বাজারে অভিযান চালিয়ে খালেককে ধরে ফেলে। এসময় তার নিকট থেকে ৫৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ পাঁচ হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।