রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাত এক বৃদ্ধের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার তিনআনী বাজারের ইউনিয়ন ভূমি অফিসের পাশে পরিত্যক্ত স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তিনআনী বাজারের ভূমি অফিসের পাশে পরিত্যক্ত স্থানে লাশ পড়ে থাকতে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
ওসি (তদন্ত) সরোয়ার আলম জানান, ওই অজ্ঞাতনামা বৃদ্ধের এখনও পরিচয় পাওয়া যায়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।