সেবা ডেস্ক: আজ ২৪ ফেব্রুয়ারী সকাল ০৯:০০ টায় পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৩’তম ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ০৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মীর শহীদুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার),খুলনা মেট্রোপলিটন পুলিশ কশিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম, খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব আব্দুল কুদ্দুছ আমিন,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান বিপিএম,কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম,খুলনা পিটিসি’র অতিরিক্ত ডিআইজি মোঃহাবিবুর রহমান খান,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম,খুলনা আরআরএফ(কমান্ড্যান্ট) মোছাঃ তাসলিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদেরকে পদক প্রদান করেন এবং নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।পরে অতিরিক্ত আইজিপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।