![Three students expelled for alleged ragging at Nazrul University নজরুল বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগে তিন ছাত্রী বহিষ্কার](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgMf9u7pK7YX-wU3SHzBlxpY0U8GkDBBm6DA07KiW4_Alw0dEjEbxusbyixM3xSud8axPjD35Q9TwybFWHPqQ4a_6Uta2AqitxhPxzKanQKr01LJjs1VmgrmLg8gXADRHXI5rLSDfqijk/s1600-rw/%25E0%25A6%25A8%25E0%25A6%259C%25E0%25A6%25B0%25E0%25A7%2581%25E0%25A6%25B2+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%259F%25E0%25A7%2587+%25E0%25A6%25B0%25E2%2580%258C%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%2597%25E0%25A6%25BF%25E0%25A6%2582%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%2585%25E0%25A6%25AD%25E0%25A6%25BF%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%2597%25E0%25A7%2587+%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25A8+%25E0%25A6%259B%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580+%25E0%25A6%25AC%25E0%25A6%25B9%25E0%25A6%25BF%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+.jpg)
সেবা ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র্যাগিং করার অভিযোগে ঐ প্রতিষ্ঠানের তিন ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অন্যান্য কার্যক্রম থেকে বিরত রাখতে বলা হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তোয়াবা নুশরাত মীম ও শায়রা তাসনিম আনিকা এবং চারুকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৌমিতা পারভিন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জানান, র্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।