![The world is witnessing a rare event, the supermoon will be seen tonight বিরল ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ব, আজ রাতে দেখা যাবে সুপারমুন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBn2IFBZxpnR31Xw3HswRv9RImdqW72aE4nG5s8_9Vpzw1zvwYgWXlwRgcJWB_HHzUGJuKihtoRePiEw2wVvESgVvGu4NtkiQ39c5s_TdOvTJcFvxZqVdUaQ7rbi26EYl6b-7nZUx1N6k/s1600-rw/%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A6%25B2+%25E0%25A6%2598%25E0%25A6%259F%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A7%2580+%25E0%25A6%25B9%25E0%25A6%259A%25E0%25A7%258D%25E0%25A6%259B%25E0%25A7%2587+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25AC%252C+%25E0%25A6%2586%25E0%25A6%259C+%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A7%2587+%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%2596%25E0%25A6%25BE+%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2587+%25E0%25A6%25B8%25E0%25A7%2581%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25A8.jpg)
সেবা ডেস্ক: আজকের রাতের আকাশে আপনার জন্য অপেক্ষা করছে এক চমক! আজ এক বিরল ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীবাসী! বছরের শুরুতেই সুপারমুন দেখতে পাবে গোটা বিশ্ব।
নাসার তথ্যমতে, আজ রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদের। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় রোববার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে এর আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে।
বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপার মুন দেখতে পারেন। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।
চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। এরপর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আবার সুপারমুন দেখা যেতে পারে যাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।