জয় বাংলার শ্লোগান দেশের বড় সম্পদ- গাইবান্ধায় প্রতিমন্ত্রী খালিদ

S M Ashraful Azom
0
জয় বাংলার শ্লোগান দেশের বড় সম্পদ- গাইবান্ধায় প্রতিমন্ত্রী খালিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি: জয় বাংলার শ্লোগান দেশের বড় সম্পদ। জয় বাংলার শ্লোগান দিয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় যে দুইজন এমপি হয়েছিল আজ তারা নেই। এই উপজেলা একটি জামায়াত অধ্যুাষিত এলাকা। ঘোড়া মারা আজিজ এই উপজেলার অনেক নেতাকর্মীকে মেরে ফেলেছে। অপসংস্কৃতির আড়াল থেকে এই উপজেলাকে মুক্ত করতে হবে। সে জন্য সাংস্কৃতিক ও কালচারাল অনুষ্ঠান বেশি বেশি করতে হবে। আয়োজক কমিটির অব্যবস্থাপনার কারণে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের আমন্ত্রন না করায় জয় বাংলার শ্লোগান শোনা যায়নি। সে কারণে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।

২৬ ফেব্রয়ারী বুধবার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি একেএম কামরুল হুদা রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, শ্রীপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি দেওয়ান মঞ্জু মিয়া প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ও গোলাম মোস্তফা আহমেদ দীর্ঘদিন রাজনীতি করে এই উপজেলাকে সুসংগঠিত করেছিল। কিন্তু তারা অল্প সময়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি এই উপজেলায় একটি কেন্দ্রীয় লাইব্রেরী, কালচারাল সেন্টার, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতিক উপকরণ প্রদানের প্রতিশ্রæতি প্রদান করেন। এছাড়া নদী ভাঙন রোধ ও হরিপুর-চিলমারী তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রæত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে দাবি জানানোর প্রতিশ্রæতি দেন। পরে স্কুলের পক্ষ হতে শিক্ষাথীদের একটি করে ক্রেষ্ট ও এমপি ব্যারিস্টার শামীম হায়দারের পক্ষ হতে প্রত্যেককে ২ হাজার করে টাকা বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হয়ছে। এরপর দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি সদর উপজেলার দারিয়াপুর সারথী থিয়েটারের ভবন ও মঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। বিকেলে প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শেষে সন্ধ্যায় নাট্য সংগঠন ‘পদক্ষেপ থিয়েটার কর্তৃক আয়োজিত নাট্যোৎসব এবং মঞ্চের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top