রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: আগামি দু’বছর কিভাবে প্রকল্প বাস্তবায়ন করলে জনকল্যাণকর হবে এরই পরিকল্পনার ওপর শেরপুরের শ্রীবরদীতে দুইদিনব্যাপী সাসটেইনাবিলিটি এন্ড ট্রানজিশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এপি মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন প্রান্তিক সুবিধাভোগী, স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, সরকারি ও বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ময়মনসিংহ এরিয়ার কর্মকর্তাগণ। বুধবার সকালে এ ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর এপিসি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।
এতে ট্রেইনার হিসেবে কর্মশালার সেশন পরিচালনা করেন ময়মনসিংহ রিজিওনাল মনিটর এন্ড ইভালেনস কো- অর্ডিনেটর বিশ্বজিৎ কুমার সাহা। এ সময় দুইদিন ব্যাপী ওয়ার্কশপের নানা দিক তুলে বক্তব্য রাখেন ময়মনসিংহ রিজিওনাল ফিল্ড ডিরেক্টর সাগর মারান্ডি, শ্রীবরদী-ঝিনাইগাতী এপি ম্যানেজার সাগর ডি কস্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, সিংগবরুণা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু।
এসময় শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার হারুন-অর-রশিদ, প্রোগ্রাম অীফসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, বিংস প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিশিম সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, এপি ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কমিটির সদস্য, গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গর্ণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা বক্তব্যে বলেন, আগামী ২ বছর মেয়াদি এ প্রজেক্ট কর্তৃক উপজেলার তাতিহাটি ও সিংগাবরুনা ইউনিয়ের বিভিন্ন এলাকায় কর্মকান্ড পরিচালনার জন্য ২০টি ছোট দলে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্জক্রম বাছাই করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।