বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক যুবক।
গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম রফিকুল ইসলাম (২২) , সে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাংগা ইউনিয়নের আমখাওয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
জানা গেছে, বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের এসএসসির উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার ধর্ম বিষয় পরীক্ষায় অংশ নিতে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন রফিকুল ইসলাম ও তার বন্ধু অন্তর মিয়া (২০)।
সূর্যনগর এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তর মিয়া । স্থানীয়রা আহত অন্তর মিয়াকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। একই সঙ্গে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ওসি মো. হযরত আলী জানান, মোটর সাইকেলের গতি বেশি থাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে এবং মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।