রেজাউল করিম বকুল ,শেরপুর প্রতিনিধি: শেরপুরে পিকনিক থেকে ফেরত আসার সময় বাস চাপায় ভ্যান চালক সহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো সদর উপজেলার ছয়ঘড়িপারা গ্রামের মৃত সাবর আলীর ছেলে ভ্যান চালক হালিম উদ্দিন ও একই গ্রামের মৃত এমাজউদ্দিন মিস্ত্রির ছেলে কাসেম মিয়া । এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে।
পুুলিশ জানায়, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার পাথাইলকান্দি চাইল্ডকেয়ার প্রিক্যাডেট স্কুল থেকে শেরপুরের গজনীতে পিকনিকে আসা একটি বাস পিকনিক শেষে যাবার পথে উপজেলার কুসুমহাটি এলাকায় পিছন থেকে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ওইদুইজন নিহত হয়। এতে স্থানীয়া বিক্ষুব্দ হয়ে বাসটিকে আটক করে আগুন দিলে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এদিকে এই ঘটনায় শেরপুর জামালপুর সড়কে যান চলাচল প্রায় ঘন্টাব্যাপি বন্ধ থাকলেও পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।