![Private University is now the center of business: Chief Justice's ruling বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন ব্যবসা কেন্দ্র প্রধান বিচারপতির রায়](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTNc8GMkowhE1oQmxHdmrqKYVjfjBite-f9rf7gJK5bSwx-Ph4skeyTUbvsJLcTYlGqkJw7bA34B7uLvyeOUqp-69Lp4JoEWWn8E8d9LyN4Sfh82whGXRuA3BaYjNu-_GDx0DYDvA2Lc0/s1600-rw/%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25B8%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25BF+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%259F+%25E0%25A6%258F%25E0%25A6%2596%25E0%25A6%25A8+%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25AC%25E0%25A6%25B8%25E0%25A6%25BE+%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A8+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25AA%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B0+%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A7%259F.jpg)
সেবা ডেস্ক: বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আর বিশ্ববিদ্যালয় নেই সব ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে।
আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় তিনটি বিশ্ববিদ্যালয়কে পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময় প্রধান বিচারপতি এ কথা বলেন।
রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় দেন।
জানা গেছে, ইস্টার্ন, সাউথ ইস্ট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটার অতিরিক্ত ভর্তি করা শিক্ষার্থীরা আইনজীবী সনদ গ্রহণের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এজন্য তাদের পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে এ টাকা জমা দিতে হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।