![PM congratulates Bangladesh U-4 Cricket Team বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhixMdGIgdZGYMURUbB4OAGOfMvwZYkqZ5qD-VvP4arcWBYxQ1UcU7amLFk1_Yzw_QpxxjEl_vIWkS8yIkVEuLcu0Ts_VafX7nCamS7_0gl8IB7S2e3ZMRqZ2L7M1Uw9lY2MqTAls4uu-Q/s1600-rw/%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B6+%25E0%25A6%2585%25E0%25A6%25A8%25E0%25A7%2582%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A7%25E0%25A7%258D%25E0%25A6%25AC-%25E0%25A7%25A7%25E0%25A7%25AF+%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%259F+%25E0%25A6%25A6%25E0%25A6%25B2%25E0%25A6%2595%25E0%25A7%2587+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A6%25AE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A6%25B0+%25E0%25A6%2585%25E0%25A6%25AD%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A6%25A8.jpg)
সেবা ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ যুব টাইগাররা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’ শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের খেলাধুলায় যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফলে এ সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।