![People want to be police: DMP Commissioner Shafiqul Islam জনতার পুলিশ হতে চাই ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidEdLwhgfpSb6g4mvgG8cnZQq_hDxvYPVsYDBu0rMS716MSAXTuID4OG7g-oJNnvXkpAWW51SFjpVi-xORezXGnMCYopN35bB_giCZYRQSkADphGuhn7XAr2F6enpNsD7eslZ5mq49S7M/s1600-rw/%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25B6+%25E0%25A6%25B9%25E0%25A6%25A4%25E0%25A7%2587+%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%2587+%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%258F%25E0%25A6%25AE%25E0%25A6%25AA%25E0%25A6%25BF+%25E0%25A6%2595%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25B6%25E0%25A6%25AB%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%2581%25E0%25A6%25B2+%25E0%25A6%2587%25E0%25A6%25B8%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25AE.jpg)
সেবা ডেস্ক: রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ৪৪ বছর ধরে চেষ্টা করেছি, জনতার পুলিশ হতে।
শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপির ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় পুলিশ সদস্যদেরকে ‘জনতার পুলিশ’ হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বিশ্বাস ও ভালোবাসার উপরে একজন পুলিশ সদস্যের কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।
পুলিশের উপর আস্থা রাখায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আস্থা অর্জনই ডিএমপির একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ঢাকা শহরকে নিরাপদ রাখতে ডিএমপি সদস্যরা ৭ দিনই ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।
এসময় আইজিপি ডিএমপির গৌরবময় সেবার ৪৫ বছর উপলক্ষে র্যালির উদ্বোধন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে র্যালিটি শেষ হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।