জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী প্রদান করেছে। এ ঘটনায় বুধবার দুপুরে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর এবং সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন বাদি হয়ে সরিষাবাড়ি থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, সরিষাবাড়ি পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের দুর্নীতি অনিয়ম টেÐারবাজি, কমিশন বানিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির সংবাদ পত্রিকায় হওয়ায় সাংবাদিকদ্ধয়কে হত্যার হুমকি প্রদান করেন।
জানা গেছে, সরিষাবাড়ীতে নিজের পুকুরে সরকারি অর্থে পার্ক নির্মাণ : উন্নয়নের চেয়ে সৌন্দর্যবর্ধনে ব্যস্ত মেয়র শীর্ষক খবরটি দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সমকালে প্রকাশিত হয়। এতে পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য, মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এরপর থেকে ওই সাংবাদিকদ্বয়কে দফায় দফায় হুমকী প্রদান করছেন। মেয়রের বাহিনী সিরাজগঞ্জের সমকালের সাংবাদিক শিমুল হত্যার পরিণতির কথা বলাবলি করছেন। এতে সাংবাদিকরা উদ্ধিগ্ন এবং নিরাপত্ত¡া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
এ ঘটনায় বুধবার দুপুরে সমকাল প্রতিনিধির কার্যালয়ে প্রতিবাদ সভায় নিন্দা-ক্ষোভ এবং সাংবাদিকের নিরাপত্ত¡ার দাবি জানান। প্রতিবাদ সভায় করা হয়। এতে জাতীয় ও স্থানীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বিচার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। পরে দুই সাংবাদিক মেয়রের বিরুদ্ধে থানায় পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইব্রাহিম হোলেস লেবু, জহুরুল ইসলাম ঠান্ডু, ফারুক হোসেন ফিরোজ, এম.এ. মান্নান, একেএম আশরাফুল ইসলাম, আ: রাজ্জাক, মশিউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।