![Meeting of law and order committee in Gaibandha গাইবান্ধায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5bKBYa4EFDkGwy7PY5FR74Tm9yQ5YuJcO6vspfkkosXtL5U_RuTkjYTV0X_z73-PDv1w3Uui4-OyqqJFV7VaToU9wpFt9VYV6QLpqYZqcPPw6OGDIjLjz_Q81lNJT0IfHQwUwqr1-v5g/s1600-rw/%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A7%259F++%25E0%25A6%2586%25E0%25A6%2587%25E0%25A6%25A8+%25E0%25A6%25B6%25E0%25A7%2583%25E0%25A6%2582%25E0%25A6%2596%25E0%25A6%25B2%25E0%25A6%25BE+%25E0%25A6%2595%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%25BF%25E0%25A6%25B0+%25E0%25A6%25B8%25E0%25A6%25AD%25E0%25A6%25BE+%25E0%25A6%2585%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%25A0%25E0%25A6%25BF%25E0%25A6%25A4.jpg)
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা ৯ ফেব্রয়ারী রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল মতিন সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. জেবুন নাহার গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, রংপুর বিজিবির অফিসার লেঃ কমান্ডডেন্ট মোজাম্মেল হক, সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্ত্তী, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনএসআইএর উপ- পরিচালক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা র্যাব ক্যাম্প ইনচার্জ, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক কর্মকর্তা আব্দুস সালাম, জেলা মার্কেটিং অফিসার, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, উপ-পরিচালক মহিলা অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, আওয়ামী লীগ নেতা রণজিত বকসী সূর্যসহ সরকারি কর্মকর্তারা প্রমুখ।
সভায় আইন শৃংখলার উন্নয়ন, শহরের যানজট নিরসন, ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রন, লাইসেন্স বিহীন ওষুধের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভেজাল কসমেটিকস্ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘ সুত্রিতা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন এবং গাইবান্ধায় মাদক নিরামক কেন্দ্র স্থাপন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলাসমূহের যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশিষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, ঔষুধের অনিয়মক প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভাগুলোতে সংশিষ্ট কমিটির সদস্য, ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, র্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন র্যাঙ্কের পুলিশ কর্মকর্তাদের পুরুস্কৃত করা হয়। এসময় জেলা পুলিশের অতিরিক্ত সহকারি পুলিশ সুপার রাহাত গাওহারী , সহকারি পুলিশ সুপার মইনুল ইসলাম,সকল থানার অফিসার্স ইনচার্জ ও ওসি তদন্তগণ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।