সেবা ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক তাদের সাইটে অনেক আগেই চালু করেছে ‘থ্রিডি ফটোস’। এ ফিচারের মাধ্যমে নিউজফিডে ত্রিমাত্রিক ছবি (থ্রিডি) শেয়ার করা যাচ্ছে। এর মাধ্যমে ভিআর মোডেও ত্রিমাত্রিক ছবি ধারণ করা যায়। কিন্তু যারা আইফোন ব্যবহার করছেন, তারা থ্রিডি ছবির সুবিধা পাচ্ছেন না। তাই অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সাহায্য নিতে পারেন ‘লুসিডপিক্স’ অ্যাপের।
নতুন এ অ্যাপের মাধ্যমে যেকোনো টু-ডি ছবিকেও পাল্টে নেয়া যাবে থ্রিডিতে। এছাড়া ফোনের প্রচলিত ক্যামেরা দিয়ে ছবি তুলে তা থ্রিডি বানিয়ে দিতে পারবে অ্যাপটি। শুধু তাই নয়, ছবিকে নানা ধরনের থ্রিডি ফ্রেমে সাজানো সম্ভব হবে।
অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান লুসিডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হান জিন বলেন, গত কয়েক বছরে ভিজুয়াল মাধ্যম আরো বহুমাত্রিক হয়ে উঠেছে। আমরাও মানুষের চাহিদাকে সহজলভ্য করতে এ উদ্যোগ নিয়েছে। আরো পোর্ট্রেইট ছবি, থ্রিডি কনটেন্ট, এবং এআর ও ভিআর তৈরি হচ্ছে।
অ্যাপটির সাহায্যে বিনামূল্যে ছবি পাল্টে নিলে ছবিতে জলছাপ থাকবে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। আর জলছাপ সরিয়ে নিতে চাইলে ১ ডলার খরচ করে তা সরিয়ে নেয়া যাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।