বামে মদিনা (৬) ও ডানে মিশামনি (৬) |
নিখোঁজের ১২ ঘন্টা পর আজ ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে সোমেশ্বরী নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।
ঘটনাটি ঘটে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুরি গ্রামে সোমেশ্বরী নদীতে। মৃত মদিনা ছোট বালিজুরি গ্রামের ময়নাল মিয়ার মেয়ে ও মিশামনি পার্শ্ববর্তী রাঙাজান গ্রামের মিনাল মিয়ার মেয়ে। উভয়ে মামাতো ফুফাতো বোন।
মৃত শিশুর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মদিনা ও মিশামনি বালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় বুধবার সকাল ১০টার দিকে ওরা দু’জন বাড়ি থেকে স্কুলে যায়।
কিন্তু স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় বিকালে ওই শিশুর স্বজনরা তাদেরকে খোঁজা খোজি করে। এক পর্যায়ে নিখোঁজের সংবাদটি স্থানীয় একটি মসজিদের মাইক দিয়ে মাইকিং করে। রাতে ছোট বালিজুরি ময়নাল মিয়ার বাড়ির পাশে নদী থেকে উদ্ধার হয় ওই দুই শিশুর মরদেহ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্তকারী অফিসার এসআই মোফাখখির উদ্দিন জানান, নদীতে জাল ফেলে তাদেরকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।