জামালপুরের যৌনপল্লীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা

S M Ashraful Azom
0
জামালপুরের যৌনপল্লীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা
সেবা ডেস্ক: জামালপুর শহরে অবস্থিত রানীগঞ্জ যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযানকালে এক মাদক কারবারিকে আটক করাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে ও একটি মাইক্রোবাস ভাংচুর করেছে যৌন কর্মীরা। ২৪ ফেব্রুয়ারি দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা টাস্কফোর্সের সমন্বয়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান চালায় জেলা টাস্কফোর্স। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযানের সময় যৌনপল্লীর বাইরে বংশখালের গলি থেকে চিহ্নিত মাদক কারবারি ও যৌনপল্লীর মুদি দোকানি আব্দুল হালিমকে আটক করে টাস্কফোর্স সদস্যরা।

পরে তাকে নিয়ে যৌনপল্লীর সর্দারনি কবিতার ঘরে মাদক উদ্ধারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় যৌনকর্মীদের সাথে টাস্কফোর্স সদস্যদের বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে যৌনকর্মীরা হামলা চালানোর চেষ্টা করলে টাস্কফোর্স সদস্যরা যৌনকর্মীদের পিটুনি দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে কবিতা, আলেয়া ও গোলাপীসহ ৬/৭ জন যৌনকর্মী আহত হয়।  যৌনপল্লী থেকে বেরিয়ে যাবার সময় বিক্ষুব্ধ যৌনকর্মীরা ভ্রাম্যমাণ আদালতের গাড়ির বহরে ইটপাটকেল নিক্ষেপ করলে একটি মাইক্রোবাসের পেছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে যায়। যৌনপল্লীর ওই ঘটনায় আটক মাদক কারবারি আব্দুল হালিমের স্বীকারোক্তি অনুযায়ী শহরের চালাপাড়া এলাকা থেকে মো. আলম নামের আরেক মাদক কারবারিকে আটক করে টাস্কফোর্স।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযান শেষে ২৪ ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক আব্দুল হালিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খান। সাজাপ্রাপ্ত আব্দুল হালিম জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক মো. আলমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে খালাস দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ভূইয়া জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর মাদক কারবারি আব্দুল হালিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং অভিযোগের সত্যতা না পাওয়ায় আটক মো. আলমকে খালাস দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, অভিযানের সময় কোনো ফাঁকাগুলি বর্ষণ এবং যৌনকর্মীদের মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে বাঁধা দেওয়া এবং মাইক্রোবাস ভাংচুরের অভিযোগে রানীগঞ্জ যৌনপল্লীর যৌনকর্মী কবিতাসহ ২০/২৫ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top