![Islampur students were jailed for 7 days for providing fake copies ইসলামপুরে নকল সরবরাহের দায়ে শিক্ষার্থীর ১৫ দিনের জেল](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQuKWyC-zvcDn-d-mE25DgjD8n5HV3mHhhb8gK1Otl12NyWYIRqwD79-AKbcH6bvHneRLNNwZEOsswmz2iuOLYIRKvqxDTo0udcDfQoYcA5VQxLybbQLD379Zp5swvo6U1We-_3EWijtM/s1600-rw/Jail.jpg)
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত এক শিক্ষার্থীকে ১৫দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেজেকেএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪পরীক্ষার্থীকে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে।
রবিবার ইসলামপুর উপজেলার নেকজাহান মডেল হাইস্কুল কেন্দ্রে ইংরেজি দিতীয়পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষা নকল সহায়তা করার অভিযোগে সঙ্গীত ঋৃষি (২২)নামের বহিরাগত এক শিক্ষার্থী আটক করা হয়।
পরীক্ষা শেষে সহকারী কমিশনার (ভ‚মি)ও নির্বাহী হাকিম সোরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা আইনে বহিরাগত শিক্ষার্থী সঙ্গীত ঋৃষিকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। ওই শিক্ষার্থী পৌর এলাকার ঋষিপাড়া নেপেন ঋষির পুত্র। কারাদন্ড প্রাপ্ত শিক্ষার্থী সঙ্গীত ঋৃষিকে জেলা কারাগারে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভ‚মি)ও নির্বাহী হাকিম সোরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালতের এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।