কুড়িগ্রাম প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে ২০১৮ সালে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের পর্যায়ক্রমে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মানববন্ধন করা হয়।
আজ সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি মুহম্মদ মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহম্মদ নূরুল আমীন, কোষাধ্যক্ষ মোবারক হোসেন, সদস্য উম্মে হাবীবা প্রমুখ।
এসময় বক্তারা মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না এই ঘোষণা বাস্তবায়নে ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে ২৪ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ২৯৫জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরবর্তীতে শূন্যপদে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদানে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।