সেবা ডেস্ক: বহুল প্রতীক্ষিত "নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান" বই মেলায় আসছে খুব শীগ্রই। চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বিরের লেখা নায়লা নাঈমের ব্যক্তি ও কর্মজীবনের নানাবিধ ঘটনা সম্বলিত এই বইটি থেকে প্রাপ্ত অর্থের সমস্তটাই ব্যয় হচ্ছে মহৎ কাজে।
প্রথম মুদ্রণ থেকে নায়লা নাঈমের সম্মানীর সমস্তটাই যাচ্ছে প্রাণী কল্যাণ খাতে। নায়লা নাঈম নিজ হাতে এই অর্থ বন্টন করবেন স্ট্রিট এনিম্যাল শেল্টার এবং স্ট্রিট এনিম্যাল রেসকিউ এর জন্য।
লেখক আহমেদ সাব্বিরের সম্মানীর অর্থের অর্ধেকটা ব্যায় হচ্ছে এবছর বই মেলায় যে লেখকরা প্রথম বই প্রকাশ করছেন তাদের বই কিনতে এবং বাকি অর্ধেক নারী ও সমাজ সচেতনতা বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কাজে।
খুব শীগ্রই বইটি মোড়ক উন্মোচণ করে পাঠকের হাতে তুলে দেয়া হবে। বাংলা একাডেমির নিয়ম অনুসারেই নির্ধারণ করা হয়েছে বইটির মূল্য।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।