রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ভাঙন জনপদের বাস্তুহারাদের চিকিৎসেবা দেয়ার লক্ষ্যে বিনামূল্যে একদিনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস রেসপন্সিবল প্রকল্প ধুনট উপজেলা কার্যালয়ের আয়োজনে ৩০০জন রোগীকে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ডিএফআইডি’র আর্থিক সহায়তায় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে উক্ত চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নেত্রালয় আই কেয়ার সেন্টারের পরিচালনায় চক্ষু ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এন, সি, বাড়ই এবং ডা. পার্থ বাড়ই।
চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, লাইট হাউস রেসপন্সিবল প্রকল্প ধুনট উপজেলা কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক জিন্নাহ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, আব্দুল হাই, আকতার পারভিন, শিউলী খাতুন, জায়দা খাতুন ও গোসাইবাড়ি ইউনিয়ন নাগরিক সহায়ক দলের সভাপতি আজগর আলী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।