![Four more state banks are coming to the capital market পুঁজিবাজারে আসছে আরো চার রাষ্ট্রীয় ব্যাংক](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj03Nq8I-M0o_Gy1kkJpfVuBK9vSOiqJBooxyKTLfH6D2vdvgC6d7_V1OCSVVjyTlLgoLJbXltQ5L0TUJMih34fOEe-WFoj381oGtSjdH4sX5WfQ522qblpTqMXoxlaSt2tGsbVnK9QWXs/s1600-rw/%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%2581%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587+%25E0%25A6%2586%25E0%25A6%25B8%25E0%25A6%259B%25E0%25A7%2587+%25E0%25A6%2586%25E0%25A6%25B0%25E0%25A7%258B+%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A7%259F+%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%2595+.jpg)
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার শক্তিশালী করতে এ বছরের আগামী অক্টোবরের মধ্যে আরো চারটি রাষ্ট্রীয় ব্যাংক পুঁজিবাজারে আসছে। এছাড়া বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার আরো বাড়ানো হবে।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে পুঁজিবাজারে আনার বিষয়ে করণীয় নির্ধারণ করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেছেন, শেয়ারবাজার চাঙ্গা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। আমরা যেকোনো মূল্যে শেয়ারবাজার শক্তিশালী করতে চাই। এ লক্ষে এরইমধ্যে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন।
এছাড়াও অর্থসচিব আবদুর রউফ তালুকদার, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।