কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোস্তম আলী আর নেই। বুধবার বেলা সাড়ে এগারোটায় তার নিজ বাড়ি বিলচতল এ তিনি শেষ নিঃশ্ব^াস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি.... রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি দেশ স্বাধীন হবার পরেই মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ছেলেমেয়ে, নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্র্হাী রেখে গেছেন। তার মেঝো ছেলে আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রেজাউল করিম জানান, আজই বিকেলে তার জানাযা নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।
রোস্তম আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, প্রভাষক আব্দুন নুূর, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আবদুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, মাইজবাড়ি ইউপি সদস্য আব্দুস সালাম ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।