ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র বিলুপ্ত মিতালী সিনেমা হল সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৯ শতক জমি উদ্ধার করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের মূল্যবান এই জায়গাটি অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে জবরদখল করে সুবিধা ভোগ করে আসছিল। মঙ্গলবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাইনবোর্ড টানিয়ে জায়গাটি নিজেদের দখলে নেয় পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও রৌমারী উপজেলায় ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় ৫৩ কিলোমিটার তীর রক্ষা বাঁধে অবৈধ্য বসতবাড়ী ও দোকানপাট উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে বাঁধগুলো সংস্কার করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।