সেবা ডেস্ক: দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে শহরের মিশন রোড এলাকায় অবস্থিত দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে হাসান আলী (৪৫) ওরফে রমজানকে আটক করা হয়। তার বাড়ি জেলা শহরের কুঠিবাড়ী এলাকায়। পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নতুল ইসলাম জানান, দিনাজপুর জেলা প্রশাসক রবারব একটি আভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাসান আলীকে একজন সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহছেন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক বিল্লাল হোসনে জানান, পাসপোর্ট অফিসে দালালদের উপদ্রব নিরসনের লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দালাল নির্মূলের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।