বকশীগঞ্জের নুরী হত্যামামলা সিআইডি বা পিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবী

S M Ashraful Azom
0
বকশীগঞ্জের নুরী হত্যামামলা সিআইডি বা পিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবী
জিএম বাবু : জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর এলাকার বাসিন্দা আবু বকর নুরী রহত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআইডি অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন আইরমারী গ্রামের মানুষ।

মামলার এজাহার ভুক্ত আসামি না হয়েও অন্য গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ২ জলাই মালিরচর গ্রামের ভাড়াটে মোটরসাইকেল চালক আবু বকর নুরী যাত্রী নিয়ে যাওয়ার পর ইসলামপুর উপজেলার টুংরাপাড়া গ্রামের বন্দে আলীর ব্রিজের নিকট খুন হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা বেগম পরদিন ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বেপারী মিয়া নামে একজনকে নামীয় আসামি করে আরো ১০-১২ জনের নামে অজ্ঞাত আসামি করা হয়।

মামলা দায়েরের পর আবু বকর নুরীর ভাগ্নে মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামের বাসিন্দা আবদুল হাকিম পূর্ব শত্রæতার জেরে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান সহ ওই গ্রামের অন্যান্যদের এই মামলায় জড়ানোর জন্য উঠে পড়ে লাগে।

অভিযোগ রয়েছে আবদুল হাকিম এই গ্রামের ১০ জনের একটি তালিকা তৈরি করে জামালপুর পুলিশ সুপার কার্যালয়, র‌্যাব কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে সরবরাহ করেন।

এরপর পুলিশ ওই তালিকা থেকে মছুা মিয়া, ইজ্জত আলী, মোশারফ হোসেন  ও জয়নাল আবেদিন সহ চারজনকে গ্রেপ্তার করেন।

তাদেরকে গ্রেপ্তারের পর পুলিশ জোরপূর্বক শহিদুর রহমান , তার ভাই খবির উদ্দিন খোকার নাম বলতে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে ওই হত্যায় পরিকল্পনাকারী হিসেবে পুলিশের চাপের মুখে মুছা আলী আইরমারী গ্রামের শহিদুর রহমান ও তার ভাই খবির উদ্দিনের নাম বলেন এবং পুলিশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। মুছা আলীর জবানবন্দীর পর ইসলামপুর থানা পুলিশ শহিদুর রহমান সহ অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালায়।

কারাগার থাকা অবস্থায় পরে মুছা আলী পুলিশের কাছে দেওয়া জবানবন্দী প্রত্যাহারের জন্য আদালতের কাছে আবেদন করেছেন।

আইরমারী গ্রামের মুছা আলী জানান, পুলিশের চাপের মুখে শহিদুর রহমান ও গ্রামের অন্যান্যদের নাম বলেছেন। আসলে এই মামলার সঙ্গে তিনি সহ শহিদুর রহমান, খবির উদ্দিন খোকা সহ কারো সম্পৃক্ততা নেই।

এঘটনার পর আইরমারী গ্রামের মানুষ প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। গত ২৩ ফেব্রæয়ারি আইরমারী গ্রামের মানুষকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় এলাকার মানুষ নুরী হত্যা মামলার সঠিক তদন্তের স্বার্থে সিআইডি অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

আইরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান বলেন, ঘটনার সময় আমি পিটিআই এর প্রশিক্ষণের জন্য জামালপুরে অবস্থান করলেও আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে বোঝা যায় মামলায় তাকে ও গ্রামের অন্যান্যদের জড়িত করে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী মামলাটির সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিকে গ্রেপ্তার করে এজাহার বহির্ভূত আসামিদের দায়মুক্তির জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির হস্তক্ষেপ কামনা করেন। তাই তারা সঠিক তদন্তের স্বার্থে পিবিআই অথবা সিআইডিতে মামলাটি স্থানান্তরের দাবি জানান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top