বকশীগঞ্জ প্রতিনিধি: ইউএনও এবং এসিল্যান্ড কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদ পরিবর্তন করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ ঘোষনা এবং ১৬ তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে তিন দিনের পূর্ণ দিবস কর্ম বিরতি শুরু করেছে তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
২৫ ফেব্রæয়ারি মঙ্গলবার কর্ম বিরতির প্রথম দিনে বকশীগঞ্জ ইউএনও’র কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাঁচ জন কর্মচারী কর্ম বিরতি পালন করেন।
উপজেলা পরিষদ চত্বরে তারা এই কর্ম বিরতি পালন করেন।
কর্ম বিরতিতে বকশীগঞ্জ ইউএনও’র কার্যালয়ের অফিস সুপার সৈয়দ আশরাফুজ্জামান,
অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আবু হাসেম আলী, শান্তি খাতুন, আবু সাইদ ও এসি ল্যান্ড কার্যালয়ের আবু খায়ের উপস্থিত ছিলেন।
তারা ২৫,২৬ ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ কালেক্টরেট সমিতির ষোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষনা করে কর্ম বিরতি পালন করবেন।
তাদেরকে দ্রুত ১১ তম গ্রেডে উন্নীতকরণ এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ ঘোষনা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।