জামালপুর সংবাদদাতা : জামালপুরে ৯৭ পিস ভারতীয় ইয়াবাসহ পাচারকারী শহিদুল ইসলাম (৩৫)কে আটক করেছে ৩৫ বিজিবি। ২৬ ফেব্রুয়ারি রাতে বালিয়ামারি বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালিয়ে নয়াপাড়া থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ভারতীয় প্রেগন্যান্সি টেস্টটিউব, মোবাইল ফোন, নগদ অর্থসহ সর্ব মোট দেড় লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়। বিজিবির পরিচালক অধিনায়ক এস এম আজাদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আটককৃত পাচারকারী শহিদুল ইসলাম মাদারগঞ্জের চরগাভের গাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে রাজিবপুর থানায় মামলা দায়ের হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।