সেবা ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি দুপুর ২টায় হবে।
এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সম্মতি দেননি বলে জানান আদালত। সকালে মেডিকেল প্রতিবেদন পড়ার পর এ কথা জানানো হয়।
এর আগে, গতকাল বুধবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেন।
বিএসএমএমইউর আইনজীবী তানিয়া আকতার বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করেন বলে জানান তিনি। তবে রিপোর্টে কি আছে তা জানা যায়নি।
খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, রিপোর্ট সন্তোষজনক না হলে খালেদা জিয়ার অসুস্থতার বাস্তবচিত্র বোঝাতে তাকে সশরীরে আদালতে হাজির করার আবেদন করবেন।
অন্যদিকে দুদক আইনজীবী বলেন, অপরাধের গভীরতা বিবেচনায় আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন খারিজ হয়েছে, আবারো হাইকোর্টে জামিন খারিজ হবে। মুক্তি পেতে হলে তাকে চ্যারিটেবল ও অরফানেজ দুর্নীতি মামলায় জামিন পেতে হবে।
এর আগে ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত তিন অবস্থার তথ্য জানতে চান হাইকোর্ট।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।