শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জলদী আল জামিয়া আল ইসলামিয়া মাখজানুল উলুম বাইঙ্গাপাড়া (বাঁশখালী বড় মাদরাসার) ৯২তম বার্ষিকী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান, অত্র জামেয়ার পরিচালক আল্লামা শাহ্ আহমদ শফি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ২০ মিনিটে মাহফিলের প্রথম অধিবেশনে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যোগে অবতরণ করে মাদরাসা ময়দানে সভাস্থলে এসে দীর্ঘ ৪০ মিনিট বয়ান করেন। পরে জুমার নামায শেষে তিনি মাদরাসার স্থান ত্যাগ করে চলে যান।
প্রধান অথিতির বক্তব্যে তিনি ছেলে-মেয়েদের মাদরাসায় পড়ালেখার গুরুত্বারোপ বলেন, 'আপনারা যারা অভিভাবক স্কুল-কলেজে ছেলে-মেয়েদের না দিয়ে মাদরাসায় দেন। তারা নামাযি হবে, দ্বীনি এলেম অর্জন করবে।
স্কুলে পড়ালেখা করিয়ে কোন্ পথে ছেড়ে দিচ্ছেন? স্কুল-কলেজ, ভার্সিটির কি অবস্থা আপনাদের জানার কথা।পড়ালেখা বলতে ওখানে কিছুই নেই। ওখানে মহিলারাও পড়ে, পুরুষেরাও পড়ে। কেন স্কুল ভার্সিটিতে পড়ান? আমি বললে নারাজ হবেন না, পত্র পত্রিকায় আমরা দেখি স্কুল-কলেজের শিক্ষক ছাত্রীর উপর বদমাশি করে। এগুলো বললে কেন আমার উপর রাগ করেন আপনারা? প্রত্যেক পরিবারকে নামাজি হওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি আরো বলেন, আপনারা যারা অভিভাবক আছেন তারা ছেলেমেয়ের হাতে মোবাইল দিবেন না। মোবাইলের দ্বারা লেখা পড়া হচ্ছেনা। ভিডিও মোবাইলে দুনিয়াকে শেষ করছে। কম্বলে লুকিয়ে লুকিয়ে শুধু নাচগান দেখতেছে। আর আপনারা ছেলে মেয়ের জন্য তাবিজ তালাশ করছেন কেন, আল্লাহ্ সন্তান না দিলে কারো কোন ক্ষমতা নেই সন্তান দেওয়ার। ছেলে মেয়ে আল্লাহর কাছে চান। নিয়্যত করেন সন্তান হলে মাদরাসায় পড়াবেন।
বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন-হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল জলীল, আল্লামা মুফতি আজিজুল হক আলমাদানী চট্টগ্রাম, মুফতি ফয়জুল্লাহ লালবাগ ঢাকা, মুফতি ফজলুল হক আমিনীর (রাহঃ) জামাতা ঢাকা লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, আল্লামা ছৈয়দুল আলম আরমানী রাজঘাটা মাদরাসা,আল্লামা মোস্তাফা নূরী চকোরিয়া, মাওলানা ওবাইদুল্লাহ রফিকী ঢাকা, মাওলানা ফেরদাউস উর রহমান ঢাকা, আল্লামা মাওলানা জাহেদ বিন ইউনুছ পটিয়া মাদরাসা, আল্লামা আনোয়ার শাহ আযহারী হাটহাজারী, মাওলানা মির্জা ইয়াছিন আরাফাত ঢাকা, মাওলানা আব্দুল্লাহ সায়েম ঢাকা, চট্টগ্রাম মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা আবু বক্কর বাঁশখালী মনকিচর এমদাদুল আলম মাদরাসা, ড. আল্লামা বায়েজীদ ঢাকা, মাওলানা মোস্তাক আহমদ , হেফাজতের যুগ্ন মহাসচিব মুইনুদ্দীন রুহী, মুফতি শামশুউদ্দীন আফতাব।
আব্দুর রহমান বিন আব্দুস সোবহান এর সার্বিক সহযোগীতায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিস, প্রতিষ্টাতা পুত্র আলহাজ্ব মাওলানা ছাবের আহমমদ, বাঁশখালী জলদী অাধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মু. সোয়াইবুর রহমান, বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালের পরিচালক এডভোকেট মু. নাছির, মাদরাসার দাতা ও প্রতিষ্টাতা সদস্য দৈনিক মানবকন্ঠের বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বড়ুয়া বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা প্রমূখ।
আলোচনা শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন৷
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।