সেবা ডেস্ক: ঢালউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এখন ব্যস্ত রয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ সিনেমার কাজ নিয়ে। মঙ্গলবার থেকে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি। টানা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তার শুটিং। এ ছবির গল্পে উঠে আসছে শোবিজের গল্পই। যেখানে একটা সময় মাদকাসক্ত অবস্থায়ও দেখা যাবে মাহিকে।
মাহি জানান, বাস্তবে সিগারেটের গন্ধও সহ্য করতে পারে না তিনি। অথচ এ ছবির শুটিংয়ের প্রয়োজনে দুদিন ধরে সিগারেট ফুঁকতে হচ্ছে। মাঝেমধ্যে কাশি পাচ্ছে, মাথাও ঘুরছে কিন্তু কিছু করার নেই। ক্যামেরার সামনে গেলেই গল্পের কারণে সিগারেট নিতে হচ্ছে।
আট বছর হতে চললো মাহির ক্যারিয়ারের বয়স। এই সময়কালে তার ক্যারিয়ায়ে দুবার টার্নিং পয়েন্ট এসেছে। একটি ‘পোড়ামন’ অন্যটি ‘অগ্নি’ ছবির মাধ্যমে। তবে ‘স্বপ্নবাজি’র মাধ্যমে ক্যারিয়ারের তৃতীয় টার্নিং পয়েন্ট খুঁজে পেয়েছেন বলে দাবি মাহির। তাই যতোই কষ্ট হোক নিজের সর্বোচ্চ দিয়ে এ সিনেমার কাজ করতে চান তিনি।
ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উপজীব্য করে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম ফ্যাশন ও মডেলিং জগত নির্ভর ছবি ‘স্বপ্নবাজি’। মাহিয়া মাহি ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন সিয়াম আহমেদ, পিয়া জান্নাতুল, উর্বী, তানভীর, সুমন আনোয়ারসহ অনেকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।